বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাবিতে পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম হবে অনলাইনে

নতুন অটোমেশন সফটওয়্যার চালু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনার জন্য অটোমেশন সফটওয়্যার চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার ফরম পূরণ, প্রবেশপত্র ও ফলাফল সংগ্রহ এবং সনদপত্র সংক্রান্ত সব কাজ এখন থেকে অনলাইনেই করতে পারবেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস কক্ষে সফটওয়্যারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন ও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার ফলাফলও অনলাইনে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পাঁচ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীরা তাদের সাময়িক সনদ, নম্বরপত্র ও অনুলিপি অনলাইনেই সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া এ সফটওয়্যারে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা প্রোফাইল থাকবে, যেখানে তাদের ব্যক্তিগত তথ্য, ফলাফল ও অন্যান্য তথ্যাদি সন্নিবেশিত থাকবে। প্রয়োজনবোধে বিভিন্ন তথ্য হালনাগাদ করা যাবে। সব হল ও বিভাগ অনলাইনে শিক্ষার্থীদের সব তথ্য দেখতে ও ভেরিফিকেশন করতে পারবেন। অটো রোলশিট জেনারেটের মাধ্যমে পরীক্ষার ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় পরিসংখ্যান প্রস্তুতসহ বিভিন্ন কার্যক্রম সহজেই করা যাবে। এ ছাড়াও, শিক্ষার্থীরা সাপোর্ট অপশন ব্যবহারের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা অনলাইনেই সমাধানের সুবিধা পাবেন। সফটওয়্যারটি উদ্বোধনকালে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ডিজিটালাইজেশনের উদ্দেশ্যে এই সফটওয়্যার তৈরি করা হয়েছে।

সর্বশেষ খবর