মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্ষমতাসীনদের প্রতিবন্ধকতায় ভোটের পরিবেশ নেই

সংবাদ সম্মেলনে অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের প্রতিবন্ধকতার কারণে তৃণমূলে ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ করেছে বিএনপি। আগামী ১০ ডিসেম্বর দেশের ১০টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের আগ মুহূর্তে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অভিযোগ করেন। তিনি বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে। নেতা-কর্মীদের নিয়মিত হুমকি-ধমকি, ভয়-ভীতি প্রদর্শন, বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। এসব কর্মকা-ের বিরুদ্ধে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও ব্যবস্থা নিচ্ছে না। ক্ষমতাসীনদের প্রতিবন্ধকতার কারণেই স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনে  ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। এ সময় এমরান সালেহ প্রিন্স আসন্ন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ছাড়াও ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর, ফরিদপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থীদের গণসংযোগে বাধা, হুমকি-ধমকির নানা ঘটনা তুলে ধরেন। চিনিকল বন্ধের প্রতিবাদে ৯ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, আবদুল কালাম আজাদ, আবদুস সালাম আজাদ, এম এ খালেক, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, উলামা দলের শাহ নেছারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর