রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঢাকায় ২১ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জুয়াড়ি চক্রের ২১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১০-এর অপারেশনস অফিসার এএসপি এনায়েত কবির বলেন, শুক্রবার রাতে কেরানীগঞ্জের আমিরাবাগ এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মারুফ, রকিবুল হাসান শাওন, নোমান আরাফাত রবিন, ফয়সাল হোসেন, দ্বীন ইসলাম, আবদুল ওহাব, রজব আলী, সুমন মিয়া, কামরুল ইসলাম ও মামুন হোসেন। এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, তিন প্যাকেট ও খোলা অবস্থায় ২৬৬ পিস জুয়া খেলার কার্ড ও ৩৬ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

একই দিন যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তারা হলেন-আলী আহম্মদ, সুজন, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মনির হোসেন,   সেলিম, আবদুর রহিম, লাল মিয়া, আবদুল মালেক, চুন্নু মিয়া ও বাবুল মৃধা। এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, খোলা অবস্থায় ৩০০ পিস জুয়া খেলার কার্ড ও ২০ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় জুয়া খেলে আসছিল। এ ছাড়া জুয়া খেলাকে কেন্দ্র করে সহিংসতাসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিজেদের সর্বস্ব খুইয়ে পারিবারিক কলহে লিপ্ত। গ্রেফতারকৃত ২১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জানা গেছে, গত কয়েক দিন র‌্যাব-১০-এর টানা অভিযানে ৯৯ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর