সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ

ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার চার্জ গঠনের শুনানির জন্য আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। পুলিশের দেওয়া অভিযোগপত্রের ওপর বাদীপক্ষের নারাজি না থাকলে নির্ধারিত তারিখেই ওই মামলার বিচারকার্য শুরু হওয়ার কথা। এছাড়া মামলার আসামি শাহ মাহবুবুর রহমান রনি জামিনের প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করেন। ওই মামলার সব আসামি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গতকাল সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহিতুল হক মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ ও জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতের পিপি রাশেদা সাইদা খানম জানান, অভিযোগপত্রের ওপর মামলার বাদীপক্ষের কোনো নারাজি না থাকলে ১০ জানুয়ারি ওই মামলার বিচারকাজ (চার্জ গঠন) শুরু হবে।

এছাড়া তিনি জানান, মামলার অন্যতম আসামি শাহ মাহবুবুর রহমান রনি জামিনের জন্য আদালতে আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন ক্যাডার। এ ঘটনায় নির্যাতিতার স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে ৮ জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। গতকাল অভিযোগপত্রের ওপর শুনানি করে ১০ জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর