বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৪২ কেজি ওজনের ‘ময়ূরপঙ্খি’

শেষ হলো মাছের মেলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

৪২ কেজি ওজনের ‘ময়ূরপঙ্খি’

ময়ূরের মতো পেখম মাছটির উপরাংশে। নাম তাই ‘ময়ূরপঙ্খি’। সামুদ্রিক এই মাছটি দেখতে ভিড় জমেছিল সিলেট নগরীর বন্দরবাজারস্থ জালালবাজারে আয়োজিত মাছের মেলায়। মেলায় তিনটি ময়ূরপঙ্খি মাছ এনেছিলেন এক ব্যবসায়ী। এর মধ্যে একটির ওজন ছিল ৪২ কেজি। জানা গেছে, বন্দরবাজারে ‘জালালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী মাছের মেলা শুরু হয় গত সোমবার। গতকাল শেষ হয়েছে এ মেলা। আব্বাস উদ্দিন নামের এক মাছ ব্যবসায়ী মেলায় তিনটি ময়ূরপঙ্খি নিয়ে আসেন। এর মধ্যে ৪২ কেজি ওজনের মাছটি কেটে প্রতি কেজি এক হাজার টাকা দরে ৪২ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। গতকাল বিকালে আব্বাস উদ্দিন জানান, সামুদ্রিক মাছ ময়ূরপঙ্খি তিনি চট্টগ্রাম থেকে সিলেটে নিয়ে আসেন। অন্য দুটি মাছের মধ্যে একটির ওজন ছিল ১৮ কেজি। সেটি এক ব্যক্তি ১৫ হাজার টাকায় কিনে নেন। আরেকটি ময়ূরপঙ্খির ওজন ২৫ কেজি। গতকাল বিকাল অবধি মাছটি বিক্রি হয়নি। এদিকে, মাছের মেলায় রুই, কাতলা, বোয়াল, রূপচাঁদাসহ সামুদ্রিক, নদীর ও হাওরের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। এসব মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল বেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর