শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অনুমোদন পাওয়ার পর এই প্রথমবারের মতো সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা গ্রহণ শুরু হচ্ছে। আজ শনিবার এ বিশ্ববিদ্যালয়ের অধীনে একযোগে তিনটি নার্সিং কলেজে শুরু হচ্ছে বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিংয়ের ১ম বর্ষের পরীক্ষা। জানা গেছে, উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দ্বার খুলতে ২০১৮ সালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন পায়। প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান ওসমানী মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। এরপর নগরীর চৌহাট্টায় অস্থায়ী কার্যালয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বর্তমানে জেলার দক্ষিণ সুরমা উপজেলায় স্থায়ী ক্যাম্পাসের জন্য ৮০ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। এরই মধ্যে সিলেটের নর্থ ইস্ট নার্সিং কলেজ, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ ও আল আমিন নার্সিং কলেজের দেড়শত শিক্ষার্থী পরীক্ষায় বসছেন আজ থেকে। ভিসি মোর্শেদ আহমেদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন পায়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার অংশ হিসেবে আজ শুরু হচ্ছে প্রথম পরীক্ষা গ্রহণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর