সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

যে কোনো দুর্যোগে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত : সেনাপ্রধান

চাঁদপুর প্রতিনিধি

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যে কোনো দুর্যোগে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত রয়েছে। করোনার সময়ে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে করোনা প্রতিরোধে সেনাবাহিনী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গতকাল দুপুরে সেনাপ্রধান তার নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার দক্ষিণ টরকী গ্রামে পিতার নামে নির্মিত ‘আবদুল ওয়াদুদ সরকার ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, সেনাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে দেশের ৬২ জেলায় কাজ করে। তন্মধ্যে প্রত্যেক জেলায় ১১০০ থেকে ১২০০ সেনা সদস্য প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খাদ্য বিতরণসহ ত্রাণ সহায়তা করছে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার সেনাদের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ আছে। কোনো সমস্যা হলে তাদের সঙ্গে সরাসরি কথা বলে সমাধান করি। এই মুহূর্তে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।

 এটি একটি রাজনৈতিক বিষয়। এ ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর