বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
১০১ আলেমের বিবৃতি

হেফাজতের ঢাকা কমিটিতে নতুন নেতৃত্ব দাবি

নিজস্ব প্রতিবেদক

১০১ জন আলেম এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিবকে সরিয়ে একজন প্রবীণ ও সবার কাছে গ্রহণযোগ্য আলেমকে তার স্থলাভিষিক্ত করার দাবি জানিয়েছেন। গতকাল বিবৃতিতে তারা বলেন, আমিরে হেফাজত বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণায় আলেম-ওলামা ও হেফাজত নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিতর্কিত জুনায়েদ আল হাবিবের নাম ঢাকা মহানগর কমিটির সভাপতি পদে দেখে জনমনে বিস্ময় ও চরম অসন্তুষ্টি দেখা দিয়েছে। আলেম-ওলামারা বিতর্কিত, পদলোভী, কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী ব্যক্তিকে ঢাকা মহানগর আমির পদে দেখতে চান না। ওলামায়ে কেরাম হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি হিসেবে একজন প্রবীণ ও সবার  কাছে গ্রহণযোগ্য আলেমকে দেখতে চান। বিবৃতিদাতারা হলেন আল্লামা আবদুল কুদ্দুস, মাওলানা রুহুল আমিন, মুফতি আবদুল হামিদ, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি আবদুল আউয়াল, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবদুল হক, মাওলানা আমানুল্লাহ সিদ্দিকী, আল্লামা জুনায়েদ, মাওলানা এনামুল হক, মাওলানা আজিজুল বারী, মাওলানা নাসিরুদ্দিন, মাওলানা গাজী বোরহানউদ্দিন,  মাওলানা আনসার উদ্দীন, মুফতি জাকির বিল্লাহ, মাওলানা আরিফ, মাওলানা মুসা মজুমদার, মুফতি আবদুল্লাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর