মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগ মেয়র প্রার্থীর চ্যালেঞ্জ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

আওয়ামী লীগ মেয়র প্রার্থীর চ্যালেঞ্জ

চট্টগ্রামের চার পৌরসভায় মেয়র পদে দলের মনোনয়নে নতুন-পুরনোর ‘চমক’ এসেছে। দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে নতুন-পুরনোর মিশেলেই মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। চার পৌরসভার মধ্যে রাউজান ও বারইয়ারহাটে নতুন এবং রাঙ্গুনীয়া ও মিরসরাইয়ে পুরনো দুজনকে মেয়র পদে এ মনোনয়ন দেয় বোর্ড। মনোনয়নপত্র জমা শেষে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সবকিছু ঠিক থাকলে এই চার মেয়র প্রার্থী এবার জয়ের ব্যাপারে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের চার পৌরসভায় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি হতে যাওয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলের মনোনয়ন বোর্ড। এদের মধ্যে রাউজান পৌরসভায় বর্তমান প্যানেল মেয়র ও নতুন মুখ জমির উদ্দিন পারভেজ, রাঙ্গুনীয়ায় বর্তমান পৌর মেয়র শাহাজান শিকদার, মিরসরাইয়ে বর্তমান পৌর মেয়র গিয়াস উদ্দিন এবং বারইয়ারহাট পৌর মেয়র পদে নতুন মুখ মো. রেজাউল করিম খোকন। নতুন ও পুরান মেয়র প্রার্থী নিয়ে নানাবিধ আলোচনাও উঠছে তৃণমূল নেতাদের মাঝে। দলের মনোনয়নপ্রাপ্তরা সেই সম্মান ধরে রাখতে নির্বাচনে জয়ী হতে মরিয়া হয়ে উঠবেন। সে বিষয়ে নেতা-কর্মীদের এক ও অভিন্ন হয়ে কাজ করার প্রত্যয়ে মাঠেও থাকতে হবে।  নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক নেতা-কর্মী বলেন, রাউজান পৌরসভা নির্বাচনের জন্য পৌরসভা ও উপজেলায় আওয়ামী লীগের বর্ধিতসভায় একক প্রার্থী (জমির উদ্দিন পারভেজ) যাকেই ঘোষণা করেছেন তিনিই দলের মনোনয়ন পেয়েছেন। সে হিসেবে দলের অভ্যন্তরীণ কোন্দলও নেই রাউজানে। অন্য পৌরসভায়ও নেতা-কর্মীদের একত্রিত করে মাঠে কাজ করানো যায়, তাহলে সুফল আসতে পারে বলে জানান তারা। দলের মনোনয়নপ্রাপ্ত রাউজান পৌরসভার মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে রাজনীতি ও সমাজসেবায় নিয়োজিত আছি।

দল এবং দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে রয়েছি।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের চার পৌরসভার মধ্যে বারইয়ারহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম খোকন দলের মনোনয়ন পেয়েছেন। তিনি বর্তমানে বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমানে বারইয়ারহাট পৌরসভার বর্তমান মেয়র নিজাম উদ্দিন এবার দলের মনোনয়ন পাননি। মিরসরাই পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন এবারও দলের মনোনয়ন পেয়েছেন। তিনি বর্তমানে মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। রাউজান পৌরসভায় মেয়র পদে এবার দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি উপজেলা যুবলীগের সভাপতি। এখানে বর্তমান পৌর মেয়র দেবাশীষ পালিত এবার দলের মনোনয়ন পাননি। রাঙ্গুনীয়া পৌর মেয়র পদে এবারও দলের মনোনয়ন পেয়েছেন মো. শাহাজান শিকদার। তিনি উত্তর জেলা আওয়ামী লীগ নেতা। এবার চার পৌরসভায় নতুন-পুরনোই হবে নির্বাচন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর