বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কুড়িগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

ভুরুঙ্গামারীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। আসামি রাসেল বাবু নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জের সাইফুর রহমানের ছেলে। তবে তিনি মামলার পর থেকেই পলাতক। মামলার আইনজীবী জানান, জামিন নিয়ে আসামি পলাতক রয়েছেন। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আবদুল মান্নানের আদালত এ রায় প্রদান করে। মামলায় সরকারপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন আর আসামিপক্ষে অ্যাডভোকেট ফখরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান। মামলার বিবরণে জানা যায়, প্রেম করে বিয়ে করার তিন মাস পর নাখারগঞ্জের যৌতুকলোভী স্বামীর নির্যাতন সইতে না পেরে পিংকি খাতুন একই উপজেলার দক্ষিণ পাথরডুবি গ্রামে বাপের বাড়ি চলে আসেন। এরপর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুরবাড়ি এসে অবস্থান নেন রাসেল বাবু। অবস্থানের ১০ দিনের মাথায় শ্বশুর-শাশুড়ির অনুপস্থিতিতে পিংকির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান রাসেল। ঘটনাটি ঘটে ২০১১ সালের ২৭ মে। দীর্ঘ শুনানি শেষে গতকাল এ মামলায় রায় দেয় আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর