সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
এমসি কলেজে ধর্ষণ

দুই মামলা একসঙ্গে চালানোর নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় দায়ের করা দুই মামলা একই আদালতে চালানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে এই মামলার বাদী, সাক্ষী, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল আদালত পরিবর্তনের আবেদন খারিজ করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। শুনানির সময় আদালত বলেছে, দেশের সব মানুষ চাচ্ছে দ্রুত এ মামলার বিচার শেষ হোক। নিশ্চিত হোক ন্যায়বিচার। কিন্তু আপনারা মামলার আদালত পরিবর্তনের আবেদন দিয়েছেন, এতে তো মামলার বিচার বিলম্বিত হবে। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার আবদুল কাইয়ুম। গত ৩ ফেব্রুয়ারি আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে হাই কোর্টে আবেদন করেন মামলার বাদী। আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন বলেন, বাদী ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে আদালত পরিবর্তনের আবেদন করেছেন।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ওই রাতেই ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহ-পরান থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আরেকটি মামলা করা হয়। গত বছরের ৩ ডিসেম্বর সাইফুরসহ ছাত্রলীগের আট নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী অভিযোগপত্র আমলে নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর