মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বড় উত্থান

আগের সপ্তাহে বড় দরপতনের প্রভাব ছিল চলতি সপ্তাহের প্রথম দিনে। তবে দ্বিতীয় দিনে গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২২৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে পতনের তালিকায় স্থান করে নিয়েছে ৩৪টি। আর ৯১টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮০১ কোটি ৬৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ২৩৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৪ টাকা বেড়ে ৯৫ টাকা ১০ পয়সা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৯৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লঙ্কা-বাংলা ফাইন্যান্স। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, রবি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন, সামিট পাওয়ার, তোফিকা ফুড এবং বিডি ফাইন্যান্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৮৭ পয়েন্ট।

বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর