বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
ঢাবি সাদা দলের মানববন্ধন

জিয়ার খেতাব কারও দয়ার দান নয়

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব বাতিলের এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সুপারিশের প্রতিবাদে গতকাল সকালে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তারা। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব অধ্যাপক ড. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান ও অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. হাসানুজ্জামান, অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, আলামিন প্রমুখ। মানববন্ধনে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কারও দয়ার দান নয়, এটা তাঁর অর্জন। মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদান রেখেই তিনি এ খেতাব অর্জন করেছেন। যথার্থভাবেই বাংলাদেশ সরকার তাঁকে মূল্যায়িত করে। এ খেতাব বাতিলে জামুকার আইনগত কোনো এখতিয়ার নেই।’

অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমান ও বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আছে, থাকবে। এ কার্যক্রম থেকে সরে দাঁড়ান, নইলে আগামীতে খেসারত দিতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর