মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
চন্দনাইশ পৌরসভা নির্বাচন

দুই পক্ষের সংঘর্ষে হাবিবের মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ মো. হাবিবের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে নিহতের মা ছখিনা বেগম চন্দনাইশ থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার। জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন হাবিব। তাকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান। মামলার তদন্দকারী কর্মকর্তা চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মজনু মিয়া বলেন, নিহতের মা অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছেন। তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছি। এ ঘটনায় কারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর