বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর কমেছে ১৫৬টির, বেড়েছে মাত্র ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতে দিনশেষে ডিএসইর সূচক কমেছে ৬৭ পয়েন্ট। লেনদেনে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৭.৭১ পয়েন্টে। ডিএসইতে ৫৯১ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৮ লাখ টাকার। ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এ কোম্পানিটির ১৮৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। একদিনে ৬ টাকা ৯০ পয়সা দর কমে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দিনশেষে হয়েছে ৮১ টাকা ৩০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৩৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, রবি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন, সামিট পাওয়ার, গ্রামীণফোন এবং লাফার্জহোলসিম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৮১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। ইজেনারেশনের লেনদেন ১৫ টাকায় শুরু: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা ইজেনারেশন লিমিটেডের শেয়ার লেনদেনের প্রথম দিনে ১৫ টাকায় শুরু হয়েছে।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর