বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন

নিজস্ব প্রতিবেদক

বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর কমেছে ১৫৬টির, বেড়েছে মাত্র ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতে দিনশেষে ডিএসইর সূচক কমেছে ৬৭ পয়েন্ট। লেনদেনে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৭.৭১ পয়েন্টে। ডিএসইতে ৫৯১ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৮ লাখ টাকার। ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সব  থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এ কোম্পানিটির ১৮৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। একদিনে ৬ টাকা ৯০ পয়সা দর কমে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দিনশেষে হয়েছে ৮১ টাকা ৩০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৩৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৩  কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ ছাড়া ডিএসইতে  লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, রবি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন, সামিট পাওয়ার, গ্রামীণফোন এবং লাফার্জহোলসিম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৮১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬  কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। ইজেনারেশনের লেনদেন ১৫ টাকায় শুরু: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা ইজেনারেশন লিমিটেডের শেয়ার লেনদেনের প্রথম দিনে ১৫ টাকায় শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর