রাজধানীর কারওয়ানবাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। গতকাল রাত সোয়া ৯টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে আটটি ইউনিট কাজ করে রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিগান জানান, সোয়া ৯টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন রাত ১০টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
অগ্নিকান্ডস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেবাশিষ বর্ধন জানান, ৫০ মিনিটের বেশি সময় ধরে চেষ্টা চালিয়েছে মোট আটটি ইউনিট। তিনি বলেন, এখানে বেশ কিছু খাবার হোটেল ছিল। টিনশেডের দ্বিতীয়তলায় কিছু মেস ছিল। সেখানে লোকজন থাকত। সেখানে অনেক বালিশ-কাঁথা ও জাজিম ছিল। সব পুড়ে গেছে। মূলত এসব কারণে আগুন বেশি ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে মনে হয়েছে, আগুন হোটেল থেকে লাগতে পারে। তবে তদন্ত না করে বিস্তারিত বলা সম্ভব নয়। এ ছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখন বলা যাচ্ছে না।