শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

শেষ হলো জাতীয় পিঠা উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শেষ হলো জাতীয় পিঠা উৎসব

পিঠাপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি, পিঠার বিকিকিনি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেরা পিঠাশিল্পীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হলো চতুর্দশ জাতীয় পিঠা উৎসব। গতকাল বিকালে একাডেমির মুক্তমঞ্চের সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মো. বদরুল আরেফীন।বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ শেখ সাদী খান।

জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির সচিব ও উৎসব উদ্যাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. নওসাদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও গ্রুপথিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। সঞ্চালনায় ছিলেন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ্ আলম। সমাপনী আসরে পাঁচজন পিঠাশিল্পীকে সেরা পুরস্কার ও তিনজনকে প্রদান করা হয় বিশেষ পুরস্কার।

জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে গত ২৩ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয় ১০ দিনের এই উৎসব।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর