বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

ফের বাড়ছে করোনার দাপট ২৪ ঘণ্টায় মৃত সবাই পুরুষ

নতুন শনাক্ত ৯১২ মৃত্যু ১৩

নিজস্ব প্রতিবেদক

ফের বাড়ছে করোনার দাপট ২৪ ঘণ্টায় মৃত সবাই পুরুষ

এক বছর পেরিয়ে সেই মার্চে এসে ফের দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। ৫০ দিন পর আবারও দেশে করোনা সংক্রমণ হার ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। ‘গরমে করোনার প্রকোপ কমে’ এমন ধারণা ভেঙে দিয়ে মার্চে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এর আগে ৫ শতাংশের বেশি সংক্রমণ হার ছিল গত ১৮ জানুয়ারি। ২৬ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত সংক্রমণ হার ছিল ৪ শতাংশের নিচে। ১ মার্চ সংক্রমণ হার আবার ৪ শতাংশ ছাড়ায়। গতকাল সেটা বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ১৩ শতাংশে। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের। এদিকে সংক্রমণ বাড়ায় দৈনিক রোগী শনাক্তের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষায় ৯১২ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। মাঝে গত ১৩ ফেব্রুয়ারি ২ দশমিক ২৬ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়, যা ছিল গত বছরের ৪ এপ্রিলের পর সর্বনিম্ন। ওই দিন নতুন রোগী শনাক্ত হয় মাত্র ২৯১ জন। এদিকে সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুও। ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক মৃত্যু পাঁচ-সাতজনে নেমে এলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। সবাই পুরুষ। আগের দিন মারা যান ১৪ জন। স¦াস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৮৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন। এতে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের সবাই ছিলেন পুরুষ। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে পাঁচজন ছিলেন ষাটোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ১০ জন ঢাকা এবং একজন করে চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর