মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনায় শিল্পী খালিদ আহসানের মৃত্যু

করোনায় শিল্পী খালিদ আহসানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সত্তর দশকের কবি ও প্রখ্যাত শিল্পী খালিদ আহসান (৬৪) রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালিদ আহসান দেশের প্রখ্যাত প্রচ্ছদশিল্পী। রেনেসাঁ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি স্ত্রী, বিশিষ্ট শিল্পী ও ফ্যাশন ডিজাইনার আইভি হাসান, এক কন্যা, জামাতা এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ (মঙ্গলবার) সকাল ১০টায় চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক জামে মসজিদে এবং বাদ জোহর কদম মোবারক জামে মসজিদে নামাজে জানাজা হবে। এর আগে দুপুর ১২টায় সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন চেরাগী পাহাড় এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত খালিদ আহসানকে প্রথমে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। শিল্পী ও কবি খালিদ আহসানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সর্বশেষ খবর