বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

বিয়ে-বিচ্ছেদ নিবন্ধন ডিজিটালাইজেশন কেন নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বিয়ে ও বিচ্ছেদ নিবন্ধন ডিজিটালাইজেশন করতে কেন্দ্রীয়ভাবে একটি ওয়েবসাইট প্রতিষ্ঠায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। এ সংক্রান্ত প্রতারণা ঠেকাতে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। এ বিষয়ে আইনজীবী ইশরাত বলেন, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে প্রতারণা ঠেকাতে নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিল। আদালত ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছে। আগামী চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ধর্ম সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি বেসরকারি সংস্থার সেক্রেটারি এবং তিন ব্যক্তির পক্ষে গত ৪ মার্চ হাই কোর্টে রিট করা হয়। রিটকারীদের মধ্যে ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আগের স্বামী রাকিব হাসানও রয়েছেন। রিটকারীদের আইনজীবীর বক্তব্য হলো, বিয়ে ও বিচ্ছেদ নিবন্ধন ডিজিটালি না হওয়ায় ভুক্তভোগীরা অসংখ্য মামলায় জড়াচ্ছেন। তাই ছবিসহ ওয়েবসাইটে বিয়ে ও বিচ্ছেদের নিবন্ধন করা থাকলে যেকোনো পক্ষ বিয়ের আগে তা দেখে নিতে পারেন। আর এভাবে প্রতারণা থেকেও রক্ষা পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর