চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার জেরে রোজিনা আক্তার নামে এক কিশোরী গতকাল দুপুর ১২টায় আত্মহত্যা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মো. হানিফের মেয়ে রোজিনার সঙ্গে এক যুবকের প্রেম ছিল। বিষয়টি তার পরিবারে জানাজানি হয়ে গেলে এ নিয়ে মতোবিরোধ দেখা দেয়। গতকাল সকালেও বিষয়টি নিয়ে ঝগড়া হয়। এরপর অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে রোজিনার ঝগড়া হয়। একপর্যায়ে পরিবারের অজান্তে টিনশেড বাসায় বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি।