বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে নিষিদ্ধ হচ্ছেন চিকিৎসক পুষ্টিবিদ

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞাপনে বিশেষজ্ঞ, চিকিৎসক বা পুষ্টিবিদের অংশ না নেওয়াসহ একগুচ্ছ বিধিনিষেধ রেখে খাদ্যপণ্যের প্রচারে নতুন বিধান হচ্ছে। ভাষাসহ সাধারণ কিছু বিষয় ছাড়াও শিশুখাদ্য, পানীয় এবং শিশুদের নিয়ে ও তাদের লক্ষ্য করে প্রচারিত খাদ্যদ্রব্যের বিজ্ঞাপন  তৈরি ও প্রচারের ক্ষেত্রে খসড়া প্রবিধানমালায় আরও কিছু শর্ত অন্তর্ভুক্ত থাকছে। ‘নিরাপদ খাদ্য (বিজ্ঞাপন) প্রবিধানমালা ২০২১’ এর এসব শর্ত অমান্য করলে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর ৪১ ও ৪২ ধারা লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং সে অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে। ৪১ ও ৪২ ধারা লঙ্ঘনে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড বা ১ থেকে ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধে কমপক্ষে এক বছরের কারাদণ্ড বা ৪ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের কথা বলা হয়েছে। নিরাপদ খাদ্য আইনের আলোকে ইতিমধ্যে এ প্রবিধানমালার খসড়া মতামতের জন্য খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সরকারের অনুমোদনের পর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রবিধানমালা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর