রিসোর্টে মামুনুল হককে নারীসহ ঘেরাওয়ের ঘটনায় সোনারগাঁয়ে জাতীয় পার্টিকে নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ নির্বাচনকালীন জোটপ্রধান আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, নির্বাচনকালীন জোট বন্ধু জাতীয় পার্টির কাছ থেকে আমরা এমনটি আশা করিনি। আর জাতীয় পার্টির নেতা-কর্মীরা বলছেন, রিসোর্টে ঘটনার পর সরকারবাদী তিনটি মামলায় জাতীয় পার্টির মাত্র দুজন নেতার নাম ছিল। পরবর্তীতে রাজনৈতিক প্রতিপক্ষের কারণে পরবর্তী মামলায় জাপার ৭২ জনের নাম যোগ করা হয়েছে। গতকাল সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলার জাতীয় পার্টির সভাপতি আবদুল রউফকে আটক করে পুলিশ। তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। এর আগে শনিবার দিবাগত রাতে সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে আটক করা হয়েছিল। তিনিও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। এদিকে এভাবে জাপা নেতাদের আটক হওয়ার ঘটনায় পুরো উপজেলায় চলছে তুমুল আলোচনা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, আমাদের হাতে যথাযথ প্রমাণ আসার পরেই পুলিশ তাদের আটক করেছে। তিনি আরও জানান, উপজেলা ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর করার ঘটনায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীনের দায়ের করা মামলায় আবদুর রউফকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। চারজনকে আটকের কথা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, রবিবার দিবাগত রাত ১টায় হাজীগঞ্জ এলাকায় নিজবাড়ি থেকে মাওলানা মাঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়। সেখানে উপস্থিত থাকা জামায়াতের আরেক সদস্য জনি ও বিএনপি নেতা ইসলামকেও গ্রেফতার করা হয়। মাঈনুদ্দিন আহমেদকে ২৮ মার্চ হরতালের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। আর সোনারগাঁয়ে জাপা নেতাকে মামুনুল হক কাণ্ডে আটক করা হয়েছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
মামুনুল কাণ্ডে জাপা নেতাসহ আটক ৪
সোনারগাঁয়ে জাতীয় পার্টিকে নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ আওয়ামী লীগ
রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর