রিসোর্টে মামুনুল হককে নারীসহ ঘেরাওয়ের ঘটনায় সোনারগাঁয়ে জাতীয় পার্টিকে নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ নির্বাচনকালীন জোটপ্রধান আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, নির্বাচনকালীন জোট বন্ধু জাতীয় পার্টির কাছ থেকে আমরা এমনটি আশা করিনি। আর জাতীয় পার্টির নেতা-কর্মীরা বলছেন, রিসোর্টে ঘটনার পর সরকারবাদী তিনটি মামলায় জাতীয় পার্টির মাত্র দুজন নেতার নাম ছিল। পরবর্তীতে রাজনৈতিক প্রতিপক্ষের কারণে পরবর্তী মামলায় জাপার ৭২ জনের নাম যোগ করা হয়েছে। গতকাল সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলার জাতীয় পার্টির সভাপতি আবদুল রউফকে আটক করে পুলিশ। তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। এর আগে শনিবার দিবাগত রাতে সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে আটক করা হয়েছিল। তিনিও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। এদিকে এভাবে জাপা নেতাদের আটক হওয়ার ঘটনায় পুরো উপজেলায় চলছে তুমুল আলোচনা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, আমাদের হাতে যথাযথ প্রমাণ আসার পরেই পুলিশ তাদের আটক করেছে। তিনি আরও জানান, উপজেলা ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর করার ঘটনায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীনের দায়ের করা মামলায় আবদুর রউফকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। চারজনকে আটকের কথা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, রবিবার দিবাগত রাত ১টায় হাজীগঞ্জ এলাকায় নিজবাড়ি থেকে মাওলানা মাঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়। সেখানে উপস্থিত থাকা জামায়াতের আরেক সদস্য জনি ও বিএনপি নেতা ইসলামকেও গ্রেফতার করা হয়। মাঈনুদ্দিন আহমেদকে ২৮ মার্চ হরতালের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। আর সোনারগাঁয়ে জাপা নেতাকে মামুনুল হক কাণ্ডে আটক করা হয়েছে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
মামুনুল কাণ্ডে জাপা নেতাসহ আটক ৪
সোনারগাঁয়ে জাতীয় পার্টিকে নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ আওয়ামী লীগ
রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর