রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
৫৫১ আলেমের বিবৃতি

চুক্তিভিত্তিক বিয়ে ইসলামে হারাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চুক্তিভিত্তিক বিয়ের নামে অনাচার ইসলামে হারাম বলে বিবৃতি দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশের শীর্ষ ৫৫১ জন আলেম। একই সঙ্গে তারা নৈতিক পদস্খলনসহ নানান বিতর্কিত কর্মকান্ডের জন্য হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করারও দাবি জানান। গতকাল ওই সংগঠনের পক্ষ থেকে এ বিবৃতি পাঠানো হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মাওলানা এম এ মতিন বলেন, ‘ইসলামে চুক্তিভিত্তিক বিয়ে নামে কিছু নেই। চুক্তিভিত্তিক বিয়ে ইসলামে হারাম এবং শাস্তিযোগ্য অপরাধ। যারা এ ব্যভিচারের সমর্থন দেবে শরিয়ত মতো তারা সমান অপরাধী হবে।’ বিবৃতিতে তারা বলেন, ব্যভিচারসহ বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক ইসলাম নিষিদ্ধ করেছে। ইসলামে চুক্তি ভিত্তিক বিয়ে হারাম। কিন্তু হেফাজতে ইসলামের নেতারা চুক্তি ভিত্তিক বিয়ের প্রবর্তন করার দুঃসাহস দেখাচ্ছে। নিজেদের অপরাধ ঢাকতে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। ইসলামী রীতি ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এমন কর্মকান্ডকে সমর্থন করে না ইসলাম। যারা চুক্তি ভিত্তিক বিয়ের পক্ষে অবস্থান নেবে তারাও সমান অপরাধী হবে।

আহলে সুন্নাতের আলেমদের দাবি, ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস সমর্থন করে না ইসলাম। অথচ হেফাজতে ইসলাম দেশে ইসলামের নামে অনৈসলামিক কর্মকান্ড করছে। ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত ব্যক্তি কিংবা সংগঠনের কাছে নিরাপদ নয় দেশ। জঙ্গিবাদি এ সংগঠনের সার্বিক কার্যক্রম জড়িত হেফাজতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর