সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
একনজরে

হাওরে আগাম জাতের ধান চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে : কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, হাওরে ধানের ঝুঁকি কমাতে আমরা কাজ করছি। আগাম জাতের বিশেষ করে ১৫-২০ দিন আগে পাকে এমন জাতের ধান চাষের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শ্রমিক সংকটের কথা চিন্তা করে, দ্রুততার সঙ্গে ধান কাটার জন্য হাওরে অগ্রাধিকার ভিত্তিতে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার দেওয়া হচ্ছে। তিনি গতকাল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সদরের হাওরে বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মিঠামইন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, হাওরে পর্যাপ্ত পরিমাণ ধান হয়, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, হাওরের বিস্তীর্ণ জমিতে বছরে মাত্র একটি ফসল বোরো ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। আমাদের বিজ্ঞানীরা ইতিমধ্যে উচ্চফলনশীল জাতের ধান যেমন ব্রি-ধান ৮৯, ৯২ উদ্ভাবন করেছেন।

সর্বশেষ খবর