বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে মেহনতি মানুষ অসহায় জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেছেন। সরকারের একার পক্ষে করোনা মোকাবিলা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য।

এম এ আউয়াল আরও বলেন, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরে ১৩ মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। ১১ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে পৌনে ৮ লাখের মতো মানুষ।

সবাইকে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য নির্দেশনা মানতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এম এ আউয়াল বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর