বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

স্পিডবোট দুর্ঘটনাস্থল পরিদর্শন তদন্ত কমিটির

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাটে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল বেলা ১১টার দিকে তদন্ত কমিটির ছয় সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনেন। ৩ মে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন স্থানীয় সরকার শাখার উপপরিচালক আজাহারুল ইসলামকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান আজাহরুল ইসলাম বলেন, ‘ভয়াবহ এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করব এবং আগামীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে তা নির্ণয় করে সুপারিশ তৈরি করব।’ এ ঘটনায় নৌ-পুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে  মামলা করেছেন।

উল্লেখ্য, সোমবার ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের দুর্ঘটনায় ২৬ জন নিহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর