রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফিলিস্তিনের ভূমি দখল করে জন্ম নেওয়া অবৈধ কট্টর ইহুদিবাদী ইসরায়েল বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। ফিলিস্তিনে যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে জাতিসংঘভুক্ত সব দেশকে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ও তাদের বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করে যথোপযুক্ত শাস্তির জোরালো দাবি জানিয়েছেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার নেতৃবৃন্দ।

আন্জুমানের কেন্দ্রীয় চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারীর নির্দেশে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্জুমানের সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল রিসালপুরী। সভাপতিত্ব করেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী। বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ দোভাষ, খাদেম গাজী সালাহ উদ্দীন, আন্জুমান কেন্দ্রীয় সহসভাপতি খলিফা কবির চৌধুরী প্রমুখ।

, সহসাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, সহ-প্রচার সম্পাদক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভান্ডারী, মইনীয়া আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট মাসুদুল আলম বাবলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ই.ম. রাকিব উল আলম চৌধুরী, আন্জুমান মহানগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোজাহেরুল আলম, মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর উপদেষ্টা তৌহিদুল কাদের চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর