রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

আত্মসমর্পণের পথ খুলল বিচারিক আদালতে

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে শারীরিক ও সামাজিক দূরত্ব অনুসরণ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন। করোনারভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ রোধে সারা দেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) জারির পর থেকে শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। দেড় মাস পর বিচারিক আদালতে শারীরিক উপস্থিতির মাধ্যমে আত্মসমর্পণের সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক ও সামাজিক দূরত্ব অনুসরণ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং সাইবার ট্রাইব্যুনালগুলোতে আত্মসমর্পণ করতে পারবেন। এ বিষয়ে ওই বিচারকরা এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যপদ্ধতি নির্ধারণ করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং সাইবার ট্রাইব্যুনালগুলোতে আত্মসমর্পণ আবেদন দাখিল, শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গণে বা আদালত ভবনে কোনো ধরনের জনসমাগম না ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর