সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

উন্নয়নমুখী বাজেট চাই

-অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন

উন্নয়নমুখী বাজেট চাই

গাজীপুর একটি শিল্পোন্নত এলাকা। গাজীপুর সিটি করপোরেশন হওয়ায় লোকসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখানে জাতীয় পর্যায়ের বহু প্রতিষ্ঠান রয়েছে। গাজীপুর জেলা শহরসহ প্রতিটি উপজেলায় চিত্তবিনোদনের জন্য পার্ক হওয়া প্রয়োজন। এমন বাজেট গাজীপুরে চাই, যে বাজেটে ছাত্রদের, শ্রমিকদের জন্য, সাধারণ জনসাধারণের জন্য উপকার হয় এবং তারা যেন বিনোদনের সুযোগ পায়। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন গাজীপুরের জিপি অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন বাবুল।

তিনি বলেন, গাজীপুরে জনসংখ্যা বৃদ্ধির কারণে মামলা-মোকদ্দমা বেড়ে গেছে। গাজীপুর মহানগরে নতুন আটটি থানা হয়েছে। আদালতে মোকদ্দমার চাপ বেশি। গাজীপুর জজ কোর্ট আরও বড় করে বিচারকের সংখ্যা বাড়াতে হবে। প্রায় ২ হাজার আইনজীবী আছেন এখানে। আইনজীবীদের বসার জন্য ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন করার বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে। সিএমএম কোর্টের জন্য জায়গার ব্যবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য জেলা থেকে গাজীপুরে সাধারণত বেশি বাজেট দিয়ে থাকেন। এবার এর চেয়ে বেশি বাজেট কামনা করছি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর