বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

কাঠামোগত উন্নয়নে বরাদ্দ চাই

-খালেদ হায়দার খান কাজল

কাঠামোগত উন্নয়নে বরাদ্দ চাই

নারায়ণগঞ্জে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, যোগাযোগব্যবস্থাসহ কাঠামোগত উন্নয়নের গুরুত্ব অপরিহার্য হয়ে পড়েছে। নারায়ণগঞ্জ মানেই প্রচ্যের ডান্ডিখ্যাত শিল্পনগরী। বৈদেশিক মুদ্রা উপার্জনে নানা অবদান রাখলেও নারায়ণগঞ্জে কাঠামোগত প্রত্যাশিত উন্নয়ন হয়নি। যেসব উন্নয়ন কাজ চলছে তা দ্রুত বাস্তবায়িত হয়ে দৃশ্যমান হওয়াটা জরুরি। এমনও দেখা গেছে, বাজেটের অভাবে প্রস্তাবিত নাসিম ওসমান সেতু  নির্মাণকাজও থমকে গেছে। তাই আগামী বাজেটে জেলার উন্নয়নে ব্যাপক বরাদ্দের প্রয়োজন বলে মনে করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল।

তিনি বলেন, নারায়ণগঞ্জ ব্যবসা ক্ষেত্রে গার্মেন্ট পল্লী থেকে শুরু করে জাহাজ নির্মাণ করে তা বিদেশে রপ্তানির ইতিহাস রয়েছে। এ জেলার পণ্য বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন হচ্ছে। খুব দেরিতে হলেও জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজে হাত দেওয়া হয়েছে। ঢাকার প্রতিবেশী নারায়ণগঞ্জ প্রবেশের রাস্তাগুলো সম্প্রতি চার-পাঁচ লেনে সম্প্রসারিত করার কাজ শুরু হচ্ছে, যা আরও আগে দরকার ছিল। স্বাস্থ্য খাত বলতে একজন রোগী স্ট্রোক করলেও এখনো আমাদের ঢাকায় দৌড়ে যেতে হয়। এই করোনাকালে আমরা বুঝতে পেরেছিলাম স্বাস্থ্য খাতে আমরা কত অসহায়! শিক্ষার জন্য আমাদের ছেলেমেয়েদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজে ঢাকায় যেতে হয়। বর্তমানে জেলায় স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে মেডিকেল কলেজ ও শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়-কলেজ নির্মাণে উদ্যোগ নিয়েছে সরকার। আমরা শুনতে পাই, বাজেট বরাদ্দের অভাবে প্রস্তাবিত নাসিম ওসমান সেতুসহ নানা উন্নয়ন কাজ প্রায় সময় থমকে যাচ্ছে, যা নারায়ণগঞ্জবাসীর জন্য কষ্টদায়ক। তাই আমরা চাই এবার বাজেটে জেলায় সব উন্নয়ন কাজে বরাদ্দ আরও বৃদ্ধি করে উন্নয়ন পরিকল্পনাগুলো শিগগিরই দৃশ্যমান হোক। এতে জেলা পর্যায়ে ব্যবসায়ীসহ অন্য পেশাজীবী শ্রেণির মানুষগুলো জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জ থেকে যে অবদান রাখছে, এর বিনিময় হিসেবে মনে শান্তি পাবে।

সর্বশেষ খবর