রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

নতুন নেতৃত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

চেয়ারম্যান শেখ কবির, সেক্রেটারি বেনজীর

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদের (২০২১-২০২৩) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজীর আহমেদ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় গতকাল সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির যোগাযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্বাচনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ড. আনিস আহমেদ জয়েন্ট সেক্রেটারি এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কেবিএম মঈন উদ্দিন চিশতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ট্রেজারার পুনঃনির্বাচিত হন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর