বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইট টানা ৯ দিন স্থগিত থাকার পর গতকাল থেকে চালু হয়েছে। বিমানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবের উদ্দেশ্যে তিনটি ফ্লাইট ছেড়ে গেছে। বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়। দ্বিতীয় ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে সন্ধ্যা সোয়া ৬টায়। এছাড়া দিনের অপর ফ্লাইট রাত ৩টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। এর আগে ২৯ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত ২০ মে বাংলাদেশ থেকে প্রবাসী শ্রমিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করে সৌদি সরকার।
সৌদি সরকারের নতুন বিধিনিষেধের মধ্যে রয়েছে- যারা করোনাভাইরাসের টিকা নেননি, সৌদি আরবে প্রবেশ করলে তাদের নিজ খরচে ৭ দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সৌদির এসব কড়াকড়ি নিয়মে অসহায় অবস্থায় পড়েন বাংলাদেশি শ্রমিকরা। প্রস্তুতি নিতে না পারায় গত ২০ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ। এ বিষয়ে বিমানের ওই কর্মকর্তা জানান, সৌদি আরবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের বিমানের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি আরবগামী প্রবাসী শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের হোটেল বুকিং খরচ বাবদ ২০ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাওয়ার আগেই বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এড়াতে শ্রমিকদের করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।