সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

জাতীয় সংসদের জন্য ৩৩৬ কোটি টাকার বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

আগামী অর্থবছরের জন্য জাতীয় সংসদের ব্যয় বরাদ্দ ৭.১২ শতাংশ বাড়িয়ে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ৩৩৫ কোটি ৩৯ লাখ এবং উন্নয়ন ব্যয় ৭৫ লাখ টাকা। একই সঙ্গে বরাদ্দ টাকা খরচ করতে না পারায় চলতি বছরের বাজেট কমিয়ে ৩১৩ কোটি ৮০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে ১১টি নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘সংসদ সচিবালয় কমিশনে’র ৩২তম বৈঠকে এসব বরাদ্দ ও সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের ও বিশেষ আমন্ত্রণে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন।

বৈঠকে গত কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ডেপুটি স্পিকার ও চিফ হুইপের নিরাপত্তা-সংক্রান্ত পুলিশ প্রটেকশনের জন্য দুটি ডাবল কেবিন পিকআপ ভ্যান সংগ্রহের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, গত বছর কমিশন বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তার একটি বাদে সবগুলোই বাস্তবায়ন হয়েছে। গত বছর করোনার কারণে কোনো সংসদ সদস্য, কর্মকর্তা ভ্রমণে যাননি। এজন্য কিছু খরচ কম হয়েছে। সেই টাকাটা আমরা ফেরত দিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর