সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, মহামারী করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা। সরকারের উদাসীনতা, অদূরদর্শিতা ও খামখেয়ালিতে দেশের শিক্ষাখাত আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

পীর চরমোনাই বলেন, সরকার চাচ্ছে সবাইকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে। কিন্তু ভ্যাকসিন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সহসাই সবাই ভ্যাকসিন পেয়ে যাবে, এমন আশা করা যায় না। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, নায়েবে আমির মাওলানা আবদুল হক আজাদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর