মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

ভূমিকম্পের শঙ্কায় সিলেটে বন্ধ ঝুঁকিপূর্ণ ছয় মার্কেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা ও ক্ষয়ক্ষতিরোধে সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ৬টি মার্কেট বন্ধ রয়েছে। সিটি করপোরেশনের নির্দেশনা মেনে গতকাল মার্কেটগুলো খুলেনি। ফলে সকাল থেকে ক্রেতারা এসে মার্কেটের ফটক বন্ধ দেখে ফেরত যেতে দেখা গেছে। ১০ দিন ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। শনি ও রবিবার পাঁচ দফা ভূমিকম্প হয়। কয়েক দিনের মধ্যে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থাকায় বিশেষজ্ঞদের পরামর্শ মতো নগরীর ঝুঁকিপূর্ণ ৬টি মার্কেট ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ঝুঁকিপূর্ণ এই মার্কেটগুলোর মধ্যে রয়েছে- বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেট, সিটি সুপার মার্কেট, কিনব্রিজের উত্তর প্রান্তের সুরমা মার্কেট, জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশন, সমবায় মার্কেট ও রাজা ম্যানশন। সিটি করপোরেশনের নির্দেশনা মতো গতকাল সকাল থেকে ঝুঁকিপূর্ণ এই মার্কেটগুলো খুলেনি। প্রধান ফটকে তালা ঝুলিয়ে মার্কেট বন্ধের নোটিস টানিয়ে রাখেন কর্তৃপক্ষ। ফলে সকাল থেকে মার্কেটগুলোর ফটক থেকে ক্রেতারা ফিরে যেতে দেখা যায়। এদিকে, মার্কেটগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস থাকায় তাদের কার্যক্রম পরিচালনা নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন জানান, সম্ভাব্য দুর্যোগ এড়াতে সিটি করপোরেশনের নির্দেশ মেনে ঝুঁকিপূর্ণ ৬টি মার্কেট বন্ধ রাখা হয়েছে। সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, চব্বিশ ঘণ্টার মধ্যে পাঁচবার মৃদু ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞরা বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন।

তাই তাদের পরামর্শ মতো ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কেট কর্তৃপক্ষ নির্দেশ মেনে গতকাল প্রধান ফটকের তালা খুলেননি। এরপর বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে দেখা হবে মার্কেটগুলো সংস্কার করে ঝুঁকিমুক্ত করা যায় কি-না। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়র আরিফ বলেন, বড় ধরনের ভূমিকম্প বা দুর্যোগ দেখা দিলে ক্ষয়ক্ষতি কমাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর