বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

ইন্ডিয়ান বুক অব রেকর্ড অ্যাওয়ার্ড পেলেন রংপুরের জিসান

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ইন্ডিয়ান বুক অব রেকর্ড অ্যাওয়ার্ড পেলেন রংপুরের জিসান

করোনা মোকাবিলায় একজন যোদ্ধা হিসেবে ‘ইন্ডিয়ান হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ পেয়েছেন পীরগাছার মো. মুহতাসিম আবশাদ জিসান। বাংলাদেশ থেকে তাকেই এ অ্যাওয়ার্ড দেয় ইন্ডিয়ান বুক অব রেকর্ডস। ৬ জুন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২০১৮ সালের ৮ ডিসেম্বর কয়েক তরুণ-তরুণীর হাত ধরে পথচলা শুরু হয় সামাজিক সংগঠন ‘চল স্বপ্ন ছুঁই’-এর। অন্যতম উদ্যোক্তা এই তরুণ। পাশাপাশি করোনার শুরু থেকে সম্মুখসমরে নেমে পড়েন এই যুবারা। ত্রাণ কার্যক্রম দিয়ে শুরু হলেও পরিস্থিতি মোকাবিলায় করোনার সচেতনতা বাড়াতে শহরজুড়ে জীবাণুনাশক স্প্রে, বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাটের সামনে নিরাপদ দূরত্বেও সুরক্ষা ছক অঙ্কন, দেয়াল লিখন করেন।

 পাশাপাশি মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে নিয়মিত মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ইত্যাদি বিতরণ করেন তারা। করোনা পরিস্থিতিতে প্রায় ২৭ হাজার মাস্ক বিতরণ করেন। সেই সঙ্গে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং বাড়িতে গিয়ে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ, রেস্টুরেন্টের ওয়াশরুমে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করে সংগঠনটি।

সর্বশেষ খবর