শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

নোয়াখালীতে ১২ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের নারী, পুরুষ, শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শুক্রবার ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরএলাহী দক্ষিণঘাট থেকে স্থানীয় আবদুল হালিম তাদের আটক করেন। আটক রোহিঙ্গারা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাই পথে ভাড়া নৌকায় কক্সবাজার পুরাতন ক্যাম্পের উদ্দেশে  ভাসানচর থেকে রওনা হন। নৌকার মাঝি রাতে তাদের চরএলাহীঘাটে নামিয়ে চলে যায়। আটকরা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদের ছেলে খায়ের হোসেন, জহুর আহাম্মদের মেয়ে রাশেদা, খতিজা, মমিনা বেগম, নুর ইসলামের ছেলে মো. ইউসুফ, কামাল হোসেনের ছেলে মো. সিদ্দিক ও মেয়ে জুবাইদা, মন্তাজুলের ছেলে আবুল  হায়েজ, আবুল খায়েরের ছেলে শহিদ, তারেক, আরমান ও ওমাহের। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরএলাহী দক্ষিণঘাট থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আটক রোহিঙ্গাদের থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক রোহিঙ্গাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর