রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা
বিএসটিআইয়ের অভিযান

২০৯ প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিভিন্ন অনিয়মের কারণে ২০৯টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। গত এক মাসে মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এ অভিযান চালানো হয়। জনসাধারণের মাঝে মানসম্মত পণ্য এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ জরিমানা করা হয়। গতকাল বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে র‌্যাব এবং পুলিশের সহায়তায় গত মে মাসে ৭৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করায় ১৩০টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৪১ লাখ টাকা জরিমানা আদায়সহ একটি প্রতিষ্ঠান সিলগালা এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদ  দেওয়া হয়।

এ ছাড়া ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ওজন ও পরিমাপে কম দেওয়ায় ৭৯টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ১৬১টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ৩৪টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়মিত মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর