খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিরুদ্ধে একই নম্বরের রসিদ দিয়ে একাধিকবার জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে। আদায়কৃত জরিমানার টাকাও ব্যাংকে জমা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, একই রসিদ দিয়ে পুনরায় জরিমানা আদায়ের সঙ্গে তাদের কেউ জড়িত নন। তাদের পক্ষ থেকে এরই মধ্যে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা যায়, ৩ জুন দুপুরে মহানগরীর বয়রা বাজারে এলপি গ্যাস বিক্রেতা আয়ান ট্রেডার্সে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা। ওই দোকানে সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিক্রেতা সৈয়দ নাজমুল হুদা জানান, বেশি দামে সিলিন্ডার কেনা থাকায় তাকে নির্ধারিত মূল্যের থেকে কিছুটা বেশি দামে সিলিন্ডার বিক্রি করতে হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি গাড়ি দোকানের সামনে থামার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে ঢুকে ক্যাশ মেমো দেখে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। ওই টাকা আশপাশের দোকান থেকে ধারে নিয়ে নগদ পরিশোধ করেন। এ সময় তাকে জরিমানা আদায়ের রসিদ দেওয়া হয়। ওই রসিদে দেখা যায় ‘ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান অভিযোগ নম্বর ২৪৯/২০২০-এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় রসিদ নম্বর ০০২৮০২৬-এ ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।’ কিন্তু ৪৩ ধারায় মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য ও হোটেল-রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কিত অপরাধ থাকায় পরে ওই ব্যবসায়ী ভোক্তা অধিকার অফিসে যোগাযোগ করেন। কিন্তু ওই তারিখে জরিমানার টাকা ব্যাংকে জমা দেওয়ার কোনো নথিপত্র না থাকায় প্রতারণার বিষয়টি জানাজানি হয়। ভোক্তা অধিকার অধিদফতরের বিভাগীয় উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, অভিযোগ নম্বর ২৪৯/২০২০ ও রসিদ নম্বর ০০২৮০২৬ ব্যবহার করে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর বয়রা বাজার এলাকার ‘মায়ের দোয়া’ নামের একটি হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু গত ৩ জুন একই রসিদ ব্যবহার করে ‘আয়ান ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করার বিষয়টি তার জানা নেই। এদিকে ৯ জুন ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নাজমুল হাসান বলেন, ‘দ্বিতীয় ভাউচারটিতে হাতের লেখা ও স্বাক্ষর আমার মতো করার চেষ্টা হয়েছে। ভাউচারেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ওই দিন আমি বা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয়নি।’
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
জরিমানা আদায় ঘিরে প্রতারণা, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন খুলনায়
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর