বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

এক দিন পর শেয়ারবাজারে সূচক লেনদেনের উত্থান

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের দরপতন কাটিয়ে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। তবে সূচকের উত্থান হলেও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।

ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। দিনভর সূচকের উত্থান ও পতনের মধ্যে লেনদেন হয়। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২.৩১ পয়েন্টে। টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকা টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার। ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৯৫টির এবং ২৫টির  শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৩০ পয়সা বেড়ে ৯৪ টাকা হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল পাইওনিয়ার ইন্সুরেন্স। তৃতীয় অবস্থানে ছিল ন্যাশনাল পলিমার। এ ছাড়া শীর্ষ ১০ তালিকায় আরও ছিল প্রগতি ইন্সুরেন্স, লুব-রেফ, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স, এনার্জিপ্যাক পাওয়ার, মীর আক্তার হোসেন, নর্দান ইসলামি ইন্সুরেন্স ও ফরচুন সুজ। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫২.৬৮ পয়েন্টে। সিএসইতে ৩১৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ১৭৫টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯০  কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর