বরিশাল কেন্দ্রীয় কারাগারে ১ কেজি গরুর মাংসের দাম ১ হাজার ১০০ টাকা। ১ কেজি মাংস রান্নার মসলার দাম ৩০০ টাকা এবং রান্না খরচ নেওয়া হয় আরও ২০০ টাকা। অর্থাৎ কারাগারে রান্না করা এক কেজি গরুর মাংসের দাম পড়ে ১ হাজার ৬০০ টাকা। এভাবে একটি টুথব্রাশের দাম রাখা হয় ১০০ টাকা, এক হালি পোলট্রি মুরগির ডিম ৮০ টাকা, ছোট রুই মাছের কেজি ৬০০ টাকা এবং এক কেজি ব্রয়লার মুরগির দাম রাখা হয় ৩০০ টাকা। শুনতে অবাক লাগলেও বরিশাল কারাগারের সচ্ছল বন্দীদের এভাবেই চড়া দামে পণ্য কিনতে হয়। শুধু পণ্যের অতিরিক্ত দাম রাখাই নয়, বন্দী নির্যাতনেরও অভিযোগ রয়েছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সুস্থ বন্দীদের অসুস্থ সাজিয়ে অর্থের বিনিময়ে মাসের পর মাস কারা হাসপাতালে রাখা হয়। সদ্য কারামুক্তিপ্রাপ্ত একাধিক কয়েদি ও হাজতি জানায়, কারাভ্যন্তরে কোনো খাবার এবং পণ্য পাঠাতে হলে কারা চত্বরের ক্যান্টিন থেকে চড়া দামে কিনতে হয়। কারাগারের ভিতরে অনেক হাজতি ও কয়েদি কর্তৃপক্ষের মানহীন খাবার গ্রহণ করেন না। তারা ভিতরে উন্নত মানের খাবার কিনে খায়। কারাভ্যন্তরে রান্না করা ১ কেজি গরুর মাংস খেতে গুনতে হবে ১ হাজার ৬০০ টাকা। এভাবে সব খাবার এবং পণ্যের দ্বিগুণ-তিনগুণ দাম রাখা হয় কারাগারের ভিতরে। কথায় কথায় নির্যাতনেরও অভিযোগ রয়েছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত ২৫ রমজান এক প্লেট ভাতের জন্য নয়ন নামে এক হাজতিকে মারধর করে কারারক্ষীরা। ওইদিন তার হাতে-পায়ে হ্যান্ডকাফ পরিয়ে চোখে কয়েদি গামছা বেঁধে লাঠি দিয়ে পেটানো হয় তাকে। এ নিয়ে কারাগারে উত্তেজনা দেখা দিলে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন জেলার মো. শাহআলম। চেক প্রতারণা মামলার আসামি লিটন সরকারকে কারাগারের ভিতরে ভালো থাকা-খাওয়ার শর্তে তার কাছে অর্থ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ১২ নম্বর সেলে রাখা হয় তাকে। সেখানে তার ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতন সহ্য করতে না পেরে গত ১০ জুন হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এভাবে নানা অজুহাতে বন্দী নির্যাতন হয় বরিশাল কারাগারে। গত ৭ জুন রাতে কারাগারের ২ নম্বর ওয়ার্ডের কয়েদি হানিফের কাছ থেকে একটি চাকু, প্রায় ৬ ফুট ক্যাবল এবং কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা করেন জেলার। কিন্তু তার বিরুদ্ধে কারা আইনে ব্যবস্থা না নিয়ে মাত্র ৫ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে জেলারের বিরুদ্ধে। কারা হাসপাতালে কারাগারের অসুস্থ হাজতি-কয়েদিদের রাখার কথা থাকলেও প্রতি মাসে সাড়ে ৪ হাজার টাকার বিনিময়ে সেখানে মাসের পর মাস থাকছেন সুস্থ সচ্ছল বন্দীরা। এ কারণে অসুস্থ রোগীদের ঠাঁই হয় না কারা হাসপাতালে। কেমল গুরুতর অসুস্থ রোগীদের পাঠানো হয় শেরেবাংলা মেডিকেলে। এ ছাড়া কারাদন্ডপ্রাপ্ত কয়েদিদের অর্থের বিনিময়ে বিভিন্ন চালিতে কাজ করার পাস দেওয়া হয় বলে অভিযোগ করেন সদ্য মুক্তিপ্রাপ্ত কয়েদিরা। এসব বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাহআলম বলেন, কিছুদিন আগে এক আসামি হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হয়ে ফিরে আসার পর আত্মহত্যা চেষ্টার কারণ জানা যাবে। এ ছাড়া কারাগারে খাবার কিংবা পণ্যের অতিরিক্ত দাম রাখা, বন্দী নির্যাতন এবং অর্থের বিনিময়ে সুস্থ আসামিদের কারা হাসপাতালে রাখার অভিযোগ অস্বীকার করেন জেলার।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বরিশাল কারাগারে তুঘলকি কাণ্ড
রান্না করা ১ কেজি গরুর মাংস ১৬০০ টাকা! অর্থের বিনিময়ে সুস্থ আসামিরা হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর