শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে পৌঁছল চীনা টিকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে তৃতীয় দফায় এসেছে চীনের তৈরি করোনাভাইরাস প্রতিষেধক সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ কভিড-১৯ ভ্যাকসিন। গতকাল সকাল ৭টায় ফ্রিজার ভ্যানে করে আসা ভ্যাকসিনগুলো গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। ভ্যাকসিনগুলো গ্রহণের পর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে ওয়াক-ইন-কুলারে (ডব্লিউআইসি) ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। জানা যায়, প্রতি কার্টনে ৬০০ ভায়াল করে ১৫২ কার্টন ভ্যাকসিন গ্রহণ করা হয়। প্রতি ভায়াল ভ্যাকসিন একজনকে প্রয়োগ করা হবে। সিনোফার্মের এ টিকা প্রথম ডোজ হিসেবে দেওয়া হবে। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের পরবর্তী এক মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এবার চট্টগ্রাম মহানগর বা জেলার জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। একমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রেই টিকা দেওয়া হবে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের জন্য তৃতীয় দফায় চীনের তৈরি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছি।

সর্বশেষ খবর