শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

বিভিন্ন দাবিতে আন্দোলনে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি চাকরিজীবীরা। ৮ দফা দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরাম।’ তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-  সচিবালয়ের মতো বাইরের সব দফতর, অধিদফতর এবং পরিদফতরে পদবি ও গ্রেড পরিবর্তন করা, স্থায়ী পে-কমিশন গঠন করে ৯ম পে-স্কেল ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা প্রদান, এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, সব পদে পদোন্নতিসহ পাঁচ বছর   পর   পর   উচ্চতর   গ্রেড   প্রদান। ফোরামের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দাবিগুলোর প্রতি একাত্মতা  প্রকাশ   করে   বক্তব্য রাখেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের মহাসচিব আবু নাসির খান। আরও বক্তব্য রাখেন ফোরামের নেতা মো. মাহমুদুল হাসান, ছালজার হোসেন, জাকির হোসেন, মামুন, আরিফুজ্জামান চৌধুরী, আশিকুল ইসলাম, জামাল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর