মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

অনলাইন শিক্ষাকে জোরদার করতে হবে

নিজস্ব প্রতিবেদক

অনলাইন শিক্ষাকে জোরদার করতে হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনার সময় আমরা একটি ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। এমন সংকটের মধ্যে সম্ভাবনাও রয়েছে অনেক। সে সম্ভাবনা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন এডুকেশন চলমান রয়েছে। একে আরও জোরদার করতে হবে, যেন শিক্ষার্থীরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারে।’ গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অনলাইনে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ পর্যালোচনা ও মূল্যায়ন’ শীর্ষক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। দীপু মনি আরও বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকরাই বাতিঘর। তারাই শিক্ষার্থীদের কাছে আদর্শ। প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকরা তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন। তারা শুধু শেখাবেন তা-ই নয়, তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধে গুণান্বিত হতে হবে। তারা হবেন সত্যিকার অর্থেই আদর্শ শিক্ষক।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর