বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

সূচকের পতনেও বেড়েছে শেয়ারবাজারে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

কঠোর লকডাউনের মধ্যে সপ্তাহের দ্বিতীয় দিনের শেয়ারবাজার লেনদেনে দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতনের সঙ্গে কমেছে মূল্যসূচক। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে নেমেছে। সূচকের এ পতনের দিনে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৪২টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ২২৪টির। আর আটটির দাম অপরিবর্তিত থাকে। তবে মাত্র তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা ১০ পয়সা বেড়ে সর্বশেষ কোম্পানির শেয়ার দর ছিল ৯১ টাকা ১০ পয়সা।  দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৪৯ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

 ৪৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৮১ কোটি ৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর