সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রংপুরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ এক পরিবার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাতগড়া চরকবাড়ি এলাকায় একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পরিবার এখন অবরুদ্ধ জীবনযাপন করছে। এ ঘটনায় ভুক্তভোগী রংপুর সিটি মেয়র এবং মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, সাতগড়া চরকবাড়ি এলাকার ফারুক হোসেন ১৪ শতক জমি কিনে বাড়ি করেন। বাড়ি করার সময় তিনি প্রতিবেশীর সুবিধার্থে জায়গা ছেড়ে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। এই রাস্তা মাদরাসার ছাত্র-শিক্ষকসহ সবাই ব্যবহার করেন। সম্প্রতি সিটি করপোরেশন মূল রাস্তা থেকে মাদরাসা পর্যন্ত ড্রেনসহ ১০ ফুট রাস্তা প্রশ্বস্তকরণের উদ্যোগ গ্রহণ করে এবং কাজ শুরু করে। তিনি ওই রাস্তার জন্য ৫ ফুট জায়গা ছেড়ে দেন। কিন্তু রাস্তার অন্যপ্রান্তের বাসিন্দা মাত্র ৩ ফুট জায়গা ছেড়েছেন। আরও দুই ফুট জায়গা ছেড়ে দেওয়ার জন্য ফারুক হোসেনকে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং জায়গা না দেওয়ায় স্থানীয় কাউন্সিলরের সহায়তায় ১৩ জুলাই ফারুক হোসেনের বাড়ি থেকে পরিবারের সদস্যদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি এখন পরিবার নিয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ ব্যাপারে কাউন্সিলর আবদুল গফফার বলেন, আমার কোনো ভূমিকা নেই। ড্রেনের জন্য জায়গা ছেড়ে না দেওয়ায় স্থানীয়রা তার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর