বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে ভ্যাকসিন গ্রহণে আগ্রহ বেড়েছে

লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে করোনার ভ্যাকসিন গ্রহণে আগ্রহ বেড়েছে মানুষের। দীর্ঘলাইনে দাঁড়িয়ে করোনার ভ্যাকসিন নিচ্ছেন পেশাজীবীদের পাশাপাশি সাধারণ মানুষ। এখন পর্যন্ত রাজশাহীর ৯টি উপজেলাসহ সিটি করপোরেশন এলাকায় টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন ৪ লাখ ৩ হাজার ২৭০ জন। টিকা প্রদান শুরুর পর থেকে রাজশাহী নগর ও জেলায় টিকা নিয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ২৫০ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৯৬ জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৫৪ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যারা করোনা টিকা গ্রহণ করছেন তাদের মাঝে করোনা সংক্রমণের পাশাপাশি এই রোগে মৃত্যু ঝুঁকি তুলনামূলক কম। করোনা আক্রান্ত হলেও টিকা নেওয়াদের মাঝে মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে পূর্ব ঘোষণা অনুসারে গত ২৬ জুলাই থেকে রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে করোনা টিকার জন্য অনলাইন রেজিস্ট্রেশন ও টিকা প্রদান কার্যক্রম শুরুর কথা থাকলেও সরকারি সিদ্ধান্তের কারণে তা সম্ভব হয়নি। তবে ৭ আগস্টের পর থেকে ক্যাম্পেইনের মাধ্যমে পুরো দেশে সমন্বিতভাবে একযোগে এই কার্যক্রম শুরু করা হবে। সেই ধারায় যুক্ত হবে রাজশাহী নগরীর সব ওয়ার্ড।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে ভর্তি করোনা রোগীদের মধ্যে কেউই ভ্যাকসিন নেননি। হাসপাতালের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। ভ্যাকসিন নেওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে না। অথচ তারা সর্বক্ষণ করোনা রোগীদের চিকিৎসাসেবা দিয়ে চলেছেন। এ থেকেই প্রমাণ মেলে করোনা প্রতিরোধ হিসেবে ভ্যাকসিন কার্যকর ভূমিকা রাখছে। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, করোনা টিকার জন্য ৯টি উপজেলায় অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন মোট ২ লাখ ৭৬ হাজার ২৭০ জন। আর প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৯৫৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৪১১ জন। সিভিল সার্জন জানান, পর্যাপ্ত টিকা মজুদ আছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় টিকাগ্রহীতার সংখ্যা বেড়েছে। টিকা নিয়ে কুসংস্কার বা অপপ্রচারে মানুষ আর কান  দেয় না, দিবেও না। রাসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আঞ্জুমান আরা বেগম জানান, টিকার জন্য রাসিক এলাকায় অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ২৭ হাজার মানুষ। যাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৯ হাজার ৩৪১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ হাজার ৫৪৩ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডা. হাবিবুল হাসান তালুকদার বলেন, ভ্যাকসিনও পর্যাপ্ত আছে। কিন্তু জাতীয় একটি পরিকল্পনা হচ্ছে যেখানে সিটি করপোরেশনের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম চালু করা হবে। আমাদেরকে কেন্দ্রের এই কার্যক্রমের সঙ্গে সমন্বয় রাখতে হবে। আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত পুরো দেশে এ নিয়ে ক্যাম্পেইনও হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর