বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

৫ শতাংশকে টিকা দিয়ে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ অসম্ভব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৫ শতাংশকে টিকা দিয়ে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ অসম্ভব

দেশের ৫ শতাংশ মানুষকে টিকা দিয়ে করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই করোনা নিয়ন্ত্রণ করতে ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা দিতে হবে। অন্ততপক্ষে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনলে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। বুধবার নগরের আগ্রাবাদ ও বাদামতলী এলাকায় করোনা সুরক্ষাসামগ্রী বিতরণের সময় এ কথা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, চলমান ভয়াবহ করোনা পরিস্থিতি এবং লকডাউনে অনেক নিম্নআয়ের মানুষ বেকার হয়ে পড়েছেন। তারা অনাহার, অর্ধাহারে নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। কিন্তু এসব সমস্যার সমাধানে  কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি সরকার। যার ফলে ভুক্তভোগীদের কষ্টের সীমা তীব্রমাত্রায় উপনীত হয়েছে। করোনা দুর্যোগে সৃষ্ট নতুন ১ কোটি হতদরিদ্র পরিবারকে এককালীন ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য হারুন জামান, মহানগর বিএনপি নেতা আবু সালেহ, মাহবুবুল হক, বুলবুল আহমেদ, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এস এম ফরিদুল আলম, মহানগর তাঁতী দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর