বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

সিলেটে ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাংবাদিকতার নামে অপকর্ম ও ভুয়া সাংবাদিকদের তৎপরতা রোধে কঠোর হচ্ছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এর অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) থেকে সিলেটে ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও কমিউনিটি সার্ভিস এ তথ্য জানিয়েছে। সিলেটে সম্প্রতি বেড়েছে ভুয়া সাংবাদিকদের তৎপরতা। মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে নানা অপকর্ম করছেন তারা। পুলিশও এত দিন এসব স্টিকারযুক্ত মোটরসাইকেলের প্রতি ছিল উদাসীন। সাংবাদিক পরিচয়দানকারী এই ব্যক্তিদের নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার কঠোর অবস্থান নিচ্ছে পুলিশ। জানা গেছে, ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বেশির ভাগেরই কোনো কাগজপত্র নেই।

 পুলিশের চোখ ফাঁকি দিতে একশ্রেণির মতলববাজ মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লিখে চলাচল করে। এ ছাড়া চিহ্নিত ছিনতাইকারী, হত্যা এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামি এবং পুলিশ অ্যাসল্ট মামলার আসামির মতো অপরাধীরাও মাত্র কয়েক হাজার টাকা খরচ করে নামমাত্র একটি নিউজপোর্টাল খুলে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ ফেসবুকে একটি পেজ খুলে নিজেকে টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লিখে দাপট দেখাচ্ছেন। এদের কাছে সাধারণ মানুষ এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও নাজেহাল হতে হচ্ছে। এ অবস্থায় সিলেটের মূলধারার সাংবাদিকদরে অনুরোধে পুলিশ ভুয়া সাংবাদিক ও সাংবাদিক পরিচয়দানকারী প্রতারকদের বিরুদ্ধে অ্যাকশনে নামার ঘোষণা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর